৯দফা দাবিকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার জেলা উপ শ্রম মহাধ্যক্ষের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন।
এদিন আইটিইউ কোচবিহার জেলা দপ্তর গোপাল সাহা ভবনের সামনে থেকে পরিবহণ শ্রমিকদের এই মিছিল শুরু হয়ে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলা উপ শ্রম মহাধ্যক্ষের দপ্তরে। এখানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা কমিটির আহ্বায়ক গৌতম কুন্ডু সহ সিআইটিইউ কোচবিহার জেলা সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দত্ত, সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি প্রবীর পাল, শ্রমিক আন্দোলনের নেতা অমিত দত্ত, মহম্মদ সাম্মি, শঙ্কর ভট্টাচার্য প্রমূখ।

পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সংশ্লিষ্ট পাস বইয়ের পুনর্নবীকরণ করে তা পুনরায় কেন্দ্রীয় ভাবে চালু করা, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন প্রাপ্য সুবিধা
পূর্বের মতো চালু করা, সকল বেসরকারি পরিবহণ শ্রমিকদের অবসর গ্রহণের এক মাসের মধ্যে মাসিক ৭হাজার ৫০০টাকা পেনশন ও প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার সুনিশ্চিতিকরণ, প্রত্যেক পরিবহণ শ্রমিককে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি সরকার নির্ধারিত বেতন ও বোনাস দেওয়ার ব্যবস্থার দাবি সহ নয় দফা দাবি উত্থাপন করা হয়েছে বলে জানান সংগঠনের কোচবিহার জেলা আহ্বায়ক গৌতম কুন্ডু।