রবিবার রাতভর ফালাকাটা ব্লকের উমাচরণপুরে তিনটি বুনো হাতির দল ব্যাপক তাণ্ডব চালায়। প্রথমে তারা হামলা চালায় বিশ্বনাথ ভট্টাচার্যের রিসোর্টে। ভেঙে যায় কিচেন রুম ও একটি পিলার, নষ্ট হয় মজুদ খাদ্যসামগ্রী। তবে রিসোর্ট মালিক জানিয়েছেন, তিনি এ নিয়ে কোনও অভিযোগ বা ক্ষতিপূরণের দাবি করবেন না।

রাতের ঘটনায় উপস্থিত পর্যটকেরা ভয়ের মধ্যেও এটিকে এক বিরল অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন।
একই রাতে রঞ্জিত কার্জীর দোকানঘর ভাঙচুর করে হাতিরা। অন্যদিকে খাউচাদপাড়ার কৃষক অমিত কার্জীর আধ বিঘা জমির ধান তছনছ হয়। পরে বনকর্মীরা হাতির দলকে জঙ্গলে ফেরায়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন।