ভোর রাতে হাতির হানা বানারহাটের তোতাপাড়া এলাকায়।আতঙ্কে ঘুম চোখে বাড়ি ছেড়ে পালিয়ে প্রান বাচাল বাসিন্দারা ৷ পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে হাতিটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরাল। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল।সাতসকালে বাজার এলাকায় হাতি চলে আসে।আতঙ্ক ছড়িয়ে পড়ল বাজার এলাকায়।ডুয়ার্সের বানারহাট থানার তোতাপাড়া বাজারে ঘটনা।সাত সকালের ঘটনা হওয়ায় দোকানপাট বন্ধ ছিল।এদিকে হাতি ঘনবসতিপূর্ণ এলাকায় চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাজি পটকা ফাটিয়ে হাতি তাড়ানো শুরু হয়।এদিকে ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরে।ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা।পরবর্তীতে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়।বনদপ্তরের অনুমান সকাল হয়ে যাওয়া এক জঙ্গল থেকে আরেক জঙ্গল যাওয়ার পথে দলছুট একটি হাতি বাজার এলাকায় চলে আসে।পরবর্তীতে ড্রাইভ করে জঙ্গলে পাঠানো হয়।
