বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের হেমকুমারি গ্রাম পঞ্চায়েতের দাসের তারি এলাকায়। মৃত বৃদ্ধের নাম হরিপদ রায়, বয়স ৬৫। অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমায় বৃদ্ধ।সোমবার সকালে ওই বৃদ্ধ দরজা না খোলায় ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা. ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ হলদিবাড়ি থানার পুলিশ. তারপর দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়. মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে দেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে. মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্যরা জানান বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছিলেন ওই বৃদ্ধ। সেই কারণে হয়তো এমন কান্ড ঘটায়। মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ।
