শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী। ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, ও আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা।

অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি অভিযান শহরে চাঞ্চল্য তৈরি করেছে। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় আরও কারা জড়িত, সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা।
এই ঘটনা আবারও সামনে এনে দিল স্কুলে বুলিং ও চাঁদাবাজির পুরনো সমস্যা। শিক্ষামহলের মতে, কেবল শাস্তি নয়, সচেতনতা ও কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করাও জরুরি। না হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।