ভুটানের অতিবৃষ্টিতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক সিসামারা নদীতে জলের তরে ভেসে গেল গন্ডার। এদিন সকাল নাগাদ গন্ডারটি নদীর জলে ভেসে শিশা মারা এলাকায় ওঠে। খবর পেতেই বনদপ্তরের কর্মীরা, মন্দাটির ওপর নজর রাখতে উপস্থিত হয়েছেন। তবে এখনো কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায় নি।

এদিন এলাকা পরিদর্শনে যান বিধায়ক সুমন কাঞ্জিলাল , তিনি বলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা শালকুমার ১ও ২ এ এসে উদ্ধার কাজ শুরু করেছে। ভুটানে ভারী বৃষ্টিপাতের জেরে সেখান থেকে জল ছাড়ার জন্য শালকুমারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা বর্তমানে আতঙ্কে রয়েছে। এলাকাবাসীকে উদ্ধার করে flood centre এ নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি ।