সিপিআইএমের শ্রমিক-কৃষক-খেত মজুর ও বস্তি সংগঠনের বিডিও দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়িতে।
এদিন এই সংগঠন সমূহের যৌথ মিছিল জলপাইগুড়ি সদর বিডি অফিসে ঢুকতে গেলে পুলিশের পক্ষথেকে লোহার ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতে গেলে ব্যারিকেড ভেঙে বিডি অফিসের ভেতরে ঢুকে যান মিছিলে অংশগ্রহণকারীরা৷ মুলত ১০০দিনের কাজ দ্রুত চালু করা, চা বাগানের শ্রমিকদের নূন্যতম মুজুরি, কৃষকদের জমির পাট্টা, সারের কালোবাজারি বন্ধ করা সহ একাধিক দাবিতে এদিনের এই কর্মসূচি বলে জানান সারা ভারত খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ।
