SIR আবহে এবার ক্ষোদ কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয়ে সি এ এ ক্যাম্প। ক্যাম্পের আয়োজন করে জেলা বিজেপি। সাংসদের অফিসে বুধবার সকাল থেকে এই ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পের সূচনা জানিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন এলাকায় প্রচার করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে এই ক্যাম্পের মাধ্যমে।

আগামী দিনে বিভিন্ন প্রান্তে এরকম ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। সকাল দশটা থেকে সাংসদের অফিসে ক্যাম্পের সূচনা হয়, উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপির অন্যান্য নেতৃত্ব গন