মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে ঘোষণা করেছেন চা শ্রমিকদের ২০% বোনাস দিতে হবে ওপরদিকে বোনাসের দাবিতে যখন চা শ্রমিকরা আন্দোলন করছে তখন চা শ্রমিকদের উপর লাঠিচার্জ করছে মুখ্যমন্ত্রী পুলিশ এমনকি মহিলারা ও রেহাই পায়নি লাঠিচার্জ থেকে এতে স্পষ্ট মুখ্যমন্ত্রী কতটা শ্রমিক দরদী। এদিন বীরপাড়াতে সাংবাদিক সম্মেলন করে এভাবে রাজ্য সরকারকে আক্রমণ করেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। উল্লেখ্য বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরে একাধিক চা বাগানে আন্দোলন করছেন চা শ্রমিকরা। এদিন তিনি মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।
