শুক্রবার কোচবিহারের ব্যস্ততম সাগরদিঘির পারে অভিনব রাখি উৎসবে শামিল হলেন প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিন পথ চলতি সাধারন মানুষ সহ প্রশাসনিক আধিকারিকদের হাতে রাখী পড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য সবুজায়নের লক্ষ্যে ১ সপ্তাহ ধরে পরিবেশ বান্ধব রাখি তৈরি করেন মদনমোহন কলোনির বাসিন্দা বছর ৬৮ এর রমেশ ঝা। বিভিন্ন গাছের বীজ ব্যবহার করে এই রাখী তৈরী করেন রমেশ ঝা।
সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জী এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন রাখী তৈরীতে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় তা পরিবেশ বান্ধব নয়। পরিবেশ বান্ধব জিনিস এই রাখীতে ব্যবহার করার মাধ্যমে সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

ট্রাফিক পুলিশ আধিকারিক সুরেশ দাস এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে গাছের প্রয়োজনীয়তার বার্তাও সাধারন মানুষের মধ্যে পৌছাবে বলে জানান তিনি ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সমাজ সচেতনতায় তার এই উদ্যোগ।