রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপি বিধায়কদের বিভিন্নভাবে হেনস্তার প্রতিবাদে আগামী ৫ অগাস্ট কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুত্তিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই ৫ তারিখে কোচবিহারে ১৯টি জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হবে তৃণমূল কংগ্রেস।
শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে অভিজিৎ দে ভৌমিক সেখানে তিনি জানান দেশের বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের যে হেনস্থা করা হচ্ছে, এছাড়া কোচবিহারে NRC নোটিশ নিয়ে বিজেপি একটি প্যানিক তৈরি করার চেষ্টা করছে। যেহেতু গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে কোন সাড়া পায়নি তাই কোচবিহারে বিজেপি বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে।

এছাড়া হেমন্ত বিশ্ব শর্মা তার প্রশাসনকে কাজে লাগিয়ে কোচবিহারে NRC নোটিশ পাঠিয়ে একটি আতংকের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। যাতে করে NRC নোটিশ এর বিষয় নিয়ে কোচবিহারের মানুষ বিজেপির কাছে হার মেনে যায়। এরই প্রতিবাদে আগামী ৫ ই অগাস্ট কোচবিহারের ১৯ টি জায়গায় অবস্থান বিক্ষোভ সামিল হবে তৃণমূল বলে জানান তিনি।
এখানে প্রশ্ন উঠছে একই দিনে দুটি কর্মসূচি লংঘন হতে পারে আইন ব্যবস্থা ঘটতে পারে কোন অপ্রীতিকর ঘটনা এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস জানান তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে ষড়যন্ত্র করে এইরকম করছে। যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে।