বিশ্ব হিন্দু পরিষদের ডাকে ডাকা ২৪ ঘণ্টার শিলিগুড়ি বনধকে ঘিরে সোমবার শহরের বিভিন্ন এলাকায় ছড়াল উত্তেজনা। সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বনধের প্রভাব পড়তে দেখা যায়। রাস্তায় নামে বনধ সমর্থনে বহু মানুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির বর্ধমান রোডের ঝঙ্কার মোড় এলাকায়, যেখানে বনধ সমর্থকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ওই এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিপি রাকেশ সিং, শিলিগুড়ি থানার আইসি, ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একজনকে গ্রেফতার করে পুলিশ। ডিসিপি রাকেশ সিং সাংবাদিকদের জানান, “গ্রেফতার করা হয়েছে একজনকে, কারণ তিনি আইন ভঙ্গ করছিলেন। আইন নিজের হাতে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হবে না।” শহরের অন্যান্য এলাকাতেও পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। রেগুলেটেড মার্কেট সহ বিভিন্ন পাইকারি বাজারে দোকানপাট বন্ধ ছিল। বনধ সমর্থকদের দাবি, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনার ঘটনা ‘প্রশাসনের প্ররোচনায়’ ঘটেছে বলে অভিযোগ। শিলিগুড়ির সাধারণ মানুষ এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন। অনেকেই জানান, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তাঁরা ক্ষুব্ধ।