উৎসবের মরসুমের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধমূলক কার্যকলাপ। প্রধানের নগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় এক চেইন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত মোটরবাইকটিও উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, ধৃতের নাম বিশ্বজিৎ রায়, বাড়ি ফাঁটাপুকুর। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই চম্পাসাড়ির এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে গিয়েছিলেন। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পা পালায়।
অভিযোগ দায়েরের পর প্রধানের নগর থানার অ্যান্টি ক্রাইম উইং তদন্ত শুরু করে। প্রথমেই একটি সিসিটিভি ফুটেজে মোটরবাইকটি শনাক্ত হয়। সেই সূত্র ধরে পুলিশ সফলভাবে মামলাটি উদ্ঘাটন করে।
