গতকাল সেবক রোডের পায়েল মোড়ে আইনজীবী ও ট্রাফিক পুলিশের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার নেয়। অভিযোগ, এই সময় এক সিভিক ভলেন্টিয়ারকে একাধিক যুবক বেধড়ক মারধর করে এবং তার পোশাক ছিঁড়ে দেয়। পাশাপাশি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গেও অবভ্য আচরণের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, সেটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক ট্রাফিক পয়েন্ট থেকে ওই সিভিক ভলেন্টিয়ারকে টেনে বের করে মারধর করছে এবং তার পোশাক ছিঁড়ে দিচ্ছে। এ ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে পায়েল মোড় এলাকায়। আইনজীবী মহলের অভিযোগ, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং তাকে ক্ষমা চাইতে হবে—এই দাবিতে তারা প্রায় চার ঘণ্টা পথ অবরোধ করেন।

অবরোধে সাধারণ মানুষ বিপাকে পড়েন। রবিবার বিকেলে পরিবার নিয়ে বের হওয়া বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ভক্তিনগর থানা, শিলিগুড়ি থানা ও পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অবরোধে সাধারণ মানুষের ভিড় বেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আইনজীবীরা অবরোধ প্রত্যাহার করেন।
আজ সকালে, ঘটনার পরিপ্রেক্ষিতে ভক্তিনগর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা থানার আইসি ও ওসির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাদের দাবি, তারা উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে ডিউটি পালন করেন, অথচ ডিউটির সময় এমন আক্রমণ নিন্দনীয় ও উদ্বেগজনক। গতকালের পোশাক ছিঁড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।