পাঁচ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে দু’জনকে বিহারের কিষানগঞ্জ থেকে আটক করে গোয়েন্দারা। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি বিহারে এবং অপর দু’জনের বাড়ি মেদিনীপুর জেলায়। তল্লাশিতে উদ্ধার হয় মোট ৪৮টি সোনার বাট, প্রতিটির ওজন প্রায় ১১০ থেকে ১১২ গ্রাম। পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে।

অভিযোগ, এই বিপুল পরিমাণ সোনা দিল্লির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৯ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁদেরকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।