কোচবিহার সদর মহকুমা এলাকায় শারদ সম্মান দিতে চলেছে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব। এবারের শারদ উৎসবে কোচবিহার সদর মহকুমা এলাকার বারোয়ারি দূর্গা পুজোগুলির মধ্য থেকে বেছে নেওয়া হবে প্রথম,, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটিকে। এছাড়াও পুরস্কৃত করা হবে সেরা আবাসনের পুজো এবং মহিলাদের দ্বারা পরিচালিত সেরা পুজো কমিটিকে। এই সমগ্র কর্মসূচির মিডিয়া পার্টনার ডিজিটাল বাংলা। বুধবার কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কল্যাণ ভদ্র এবং সভাপতি অরবিন্দ ভট্টাচার্য।

এদিন কোচবিহার সাব ডিভিশনাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন কল্যাণ ভদ্র জানান, এই কর্মসূচি সম্পন্ন করবার ক্ষেত্রে মূল স্পন্সর হিসেবে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবকে সহযোগিতা করছে হিরো গ্ল্যামার। এর পাশাপাশি কো-স্পন্সর হিসেবে থাকছে পিকে সাহা হাসপাতাল, ভিদা ইলেকট্রিক স্কুটার, মিশন হসপিটাল, সৃজি নেক্সট জেনারেশন, সিস্টার নিবেদিতা এডুকেশনাল প্রাইভেট লিমিটেড, দেবনাথ হুন্ডা, সন্দীপ অটো লাইন, ডালকো পাইপ, সম্পূর্ণা ওমেন কেয়ার এন্ড আইবিএফ, দত্ত জুয়েলার্স, সেনকো গোল্ড এবং এসবিএম গোল্ড।
প্রত্যেক স্থানাধিকারী পুজো কমিটিকে মানপত্র এবং স্মারক তুলে দেওয়ার পাশাপাশি। প্রথম স্থানাধিকারী পূজা কমিটিকে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে ১৫হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী পূজা কমিটিকে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে ১০হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটি পুরস্কার মূল্য পাচ্ছে ৫হাজার টাকা।
ক্লাবের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য এদিন জানান, এই কোচবিহার সাব ডিভিশনাল প্রেসক্লাবের সাথে যুক্ত কেউই থাকছেন না বিচারকমন্ডলীর তালিকায়। থাকছেন না তাদের কোন পরিজনও। সমাজের বিভিন্ন অংশের থেকে পাঁচ জন থাকবেন এই বিচারকমন্ডলীর তালিকায়।