মঙ্গলবারও সীমাহীন আতঙ্কে কোচবিহার ২নং ব্লকের ডোডেয়ারহাট ব্যবসায়ীরা। শনিবার প্রকাশ্য দিবালোকে এই হাটেই গুলি করে হত্যা করা হয় কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধানের ছেলে সঞ্জীব রায় ওরফে অমরকে। গুলিবিদ্ধ হন তার এক সঙ্গী। এই ঘটনার পর থেকেই আতঙ্ক পিছু ছাড়ছে না এই হাটের ব্যবসায়ীদের। মঙ্গলবার হাটে ছিল থমথমে পরিবেশ। অন্যান্য দিনের তুলনায় এদিন এই হাটে ক্রেতাদের সংখ্যাও ছিল অনেকটাই কম।
কোচবিহার জেলার এই ডোডেয়ার হাট বসে সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং শনিবার। কোচবিহার ২নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এই হাটে কৃষকদের উৎপাদিত ফসলের পাশাপাশি বিক্রি হয় গবাদি পশু থেকে শুরু করে প্রায় সব সামগ্রীই। সপ্তাহের প্রত্যেক মঙ্গল এবং শনিবার কোচবিহারের বিভিন্ন এলাকার কৃষকদের পাশাপাশি প্রচুর অংশের ব্যবসায়ীরা যেমন তাদের ব্যবসার পসার নিয়ে হাজির হন এই হাটে, ঠিক একইভাবে জেলার বড় অংশের মানুষ ক্রেতা হিসেবে ভিড় জমান ঐতিহ্যবাহী এই ডোডেয়ার হাটটিতে।
এই হাটে সপ্তাহে দুদিন সহস্রাধিক মানুষের ভিড় জমলেও, এর আগে কোনদিন এধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই শনিবারের এই গুলিকাণ্ডের পর রীতিমত ভীতসন্ত্রস্ত হাট ব্যবসায়ীরা।

এই হাটের ব্যবসায়ীরা জানান, পরপর গুলির শব্দ এখনও কানে বাজে তাদের। শুধু তাই-ই নয়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত মৃত দেহটির ছবিও তাদের চোখে ভেসে ওঠে বারবার। এই ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে গেছেন তারা। এই মুহূর্তে চূড়ান্ত নিরাপত্তার অভাব বোধ করছেন হাট ব্যবসায়ীরা। এই হাটের দুদিন পুলিশ পিকেট ও গোটা হাট চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানোর এদিন দাবি তোলেন তারা।
কিছুটা আতঙ্কে রয়েছেন বলে জানান এই হাটে আসা ক্রেতারাও।
এই ডোডেয়ার হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম ইশোর বলেন, হাট ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রেগুলেটেড মার্কেট কমিটির সাথে কথা বলে হাট চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি হাটের দিনগুলিতে পুলিশ পিকেটিং এর বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। তিনি বলেন, ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তার করার পাশাপাশি যে হাতিয়ারগুলি ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে, তা উদ্ধার করুক পুলিশ।( ব্যবসায়িক সমিতির সম্পাদক)
এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকান্ত দে সরকার বলেন হাট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দূর করবার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে এছাড়াও হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা করবেন তারা।