লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাহলে আপনারা রাস্তায় কেনো বাড়ি যান। বাসিন্দাদের দাবি লক্ষ্মীর ভান্ডারের টাকা লাগবে না রাস্তা লাগবে। বিডিও দাবি লক্ষ্মীর ভান্ডারের টাকা না লাগলে বলবেন কেটে দেবো সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে। বিডিও মুখে এমন আজব কথা শুনে হতবাক বাসিন্দারা। বিডিও ঘিরে বিক্ষোভ অবরোধকারীদের।বিক্ষোভের মধ্যে মেজাজ হারালেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেলাকোবায় স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ তুলতে গিয়ে এই মন্তব্য করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
দীর্ঘ প্রায় ২০-২৫বছর থেকে বেহাল জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের সিকারপুর গ্রামপঞ্চায়েতের বেলাকোবার নর্থবেঙ্গল ফার্ম এলাকার তিন কিলোমিটার রাস্তা বেহাল।

বারংবার রাস্তা মেরামতের জন্য আবেদন করা হলেও কাজ হয়নি। বাধ্যহয়ে এবার রাস্তায় নামনেল স্থানী মোহিলা পুরুষ সবাই। গ্রামবাসীদের অবরোধের ফলে আটকে যায় বেলাকোবার প্রধান রাস্তা। কিছুসময় বাদে বেলাকোবা ফাঁরির পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় আসেন বিডিও প্রশান্ত বর্মন। প্রতিবারের মতো এবারো বিডিও আশ্বাস দেন এই রাস্তা মেরামত করতে যেটাকা লাগবে সেটা গ্রামপঞ্চায়েত বা ব্লক প্রশাসন করতে পারবেনা। এটার জন্য জেলা পরিষদ বা বিধায়ক, সাংসদের ফান্ড থেকে এই রাস্তা মেরামত করতে হবে। পাশাপাশি বিডিও আরো বলেন মহিলাদের উদ্যেশ্য করে আপনারা রাস্তায় কেনো এসেছেন। বাড়ি যান আপনারা লক্ষ্মীর ভান্ডারের অনেক টাকা পান এখন বাড়ি যান। মোহিলারা বিডিওকে উত্তর দেন তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা লাগবেনা। এর পরেই বিডিও বলেন তাহলে বলুন আমি না কেটে দিচ্ছি সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে। বিডিও মুখ থেকে এই কথা শুনে হতবাক বাসিন্দারা।বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। দীর্ঘ সময় বাদে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিও প্রশান্ত বর্মন বলেন আমরা এই রাস্তা মেরামতের জন্য চেষ্টা করছি খুব দ্রুত কাজ হবে। এর পর বাসিন্দারা অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে বাসিন্দাদের বক্তব্য তাহলে লক্ষ্মীর ভান্ডার পেলেকি তাদের ভাঙা রাস্তাদিয়ে চলাচল করতে হবে?। বিডিও এহানো বক্তব্যে বির্তকের সৃষ্টি হয়েছে জেলা জুরে।