রাতের নির্জনতার সুযোগে রায়গঞ্জ শহর লাগোয়া কাশিবাটি প্রাইমারি স্কুল ক্যাম্পাসে বসছে নিত্য নেশার আসর। পরিস্থিতি এতটাই বেগতিক যে, প্রতিদিন স্কুল শুরুর আগে খালি মদের বোতল, গ্লাস, চিপসের প্যাকেট সহ অন্যান্য নেশার সরঞ্জাম পরিস্কার করতে হয় শিক্ষক, শিক্ষিকা, অঙ্গনওয়ারী কর্মীদের। নেশাগ্রস্থদের এমনই বাড়বাড়ন্তে কার্যত তিতিবিরক্ত স্কুল কতৃপক্ষ থেকে স্থানীয় লোকজন। বুধবার স্কুল কতৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট সকলকেই এ ব্যাপারে অবহিত করেছে।

ডিপিএসসি চেয়ারম্যান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, প্রতিদিন সকালে স্কুলে এসে প্রধান শিক্ষিকাকেই স্কুল চত্বর পরিষ্কার করতে হয়। তারপরেই শুরু হয় পাঠদান। কিন্তু এর মধ্যেই শিশুমনে পড়ছে নেতিবাচক প্রভাব। শুধু তাই নয়, স্কুলের ভেতরে তারা খাওয়া-দাওয়া সেরে নোংরা করে রেখে যায় বাথরুমও। মাঝে মাঝে স্কুলের সামগ্রী চুরির চেষ্টা চলে, পাশাপাশি স্কুলের দরজা জানালা ভেঙে দিয়ে চলে যায়