বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গাপুজোর বোনাসকে কেন্দ্র করে অস্থায়ী কর্মীদের মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ, লন্ড্রির দায়িত্বে থাকা সুপারভাইজারকে প্রথমে গালিগালাজ করে অভিযুক্ত অস্থায়ী কর্মী উত্তম দাস।
এই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন আরেক অস্থায়ী কর্মী কার্তিক রজক। সেই সময়ই উত্তম দাস ধারালো অস্ত্র দিয়ে কার্তিক রজকের পেটে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি দ্রুত দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান। সেখানে তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও হাসপাতালে থাকা কর্মীদের তৎপরতায় অভিযুক্ত উত্তম দাসকে আটক করা হয়।

এদিন এই প্রসঙ্গে লন্ড্রি সুপারভাইজার সাগর রজক জানান, “দুর্গাপুজোর বোনাস নিয়ে অস্থায়ী কর্মী উত্তম দাস তাকে গালাগালি করলে সেই সময় বাধাইতে গেলেই এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিন এই বিষয়ে লন্ড্রি সুপারভাইজার সাগর রজক জানায় । .