শনিবার রাখি পূর্ণিমার দিন রথবাড়ি ও বিচিত্রা সবজি মার্কেটে ব্যবসায়ীদের সাথে রাখি উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী।বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী বলেন, সারাদিন জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে। মালদার রথবাড়ি বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সাধারন জনগনের সাথে আজ রাখী বন্ধন উৎসবে সামিল হলেন তিনি।
