যত বড় মস্তান ক্রিমিনাল হোক নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেবো, এটাই তৃণমূলের শেষ সিদ্ধান্ত।এমনই করা ভাষায় বিজেপি কে হুশিয়ারি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। শনিবার কালীবাড়ি রেগুলেটেড মার্কেটে তুফানগঞ্জ ১ ক ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী তে উপস্থিত হয়ে বিজেপি কে করা ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা সভাপতি।সেখানে বক্তব্য দিতে গিয়ে দলীয় গদ্দার কর্মীদের হুশিয়ারি দেবার পাশাপাশি বিরোধীদের হুশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত তুফানগঞ্জ ১ ক ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সমিলনী অনুষ্ঠিত হয় নাটাবাড়ি কেন্দ্রের অন্দরণফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত র কালীবাড়ি রেগুলেটেড মার্কেটে।

এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন কোচ বিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মন,জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা সভাপতি সুচিস্মিতা দেব শর্মা, জেলা যুব সভাপতি স্বপন বর্মন ,বর্ষীয়ান তৃণমূল নেতৃত্ব আব্দুল জলিল আহমেদ ,আইএনটি টি ইউ সি জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ ,জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশচন্দ্র বর্মা সহ এক ঝাক তৃণমূল নেতৃত্ব। তাদের প্রত্যেকের একটাই কথা নাটাবাড়ি কেন্দ্রে যেই প্রার্থী হোক তারা জোড়া ফুল চিহ্নে ভোট দেবে।এদিন বক্তব্য দিতে গিয়ে নাটাবাড়ি কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে নিজেদের ভুলে এক প্রকার বিজে পি কে ওই কেন্দ্রটি উপহার দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেই ভুল আর এবার করবেন না। তিনি দলীয়কর্মীদের সতর্ক করে দেন যে নাটাবাড়ি কেন্দ্রে যেই প্রার্থী হোক না কেন আমাদের সর্বশক্তি দিয়ে তাকে জেতাতে হবে। লক্ষ্য রাখতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আমরা তাকে দেখেই ভোট দিব। আমাদের যদি অপছন্দের প্রার্থী হয় তবু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিহ্নকে জয় লাভ করাবো কিন্তু যদি কোন দলীয় কর্মীরা কাজ না করে বসে থাকে ভোটের আগে দল থেকে বের করে দেবেন। এমনকি প্রধান কেও দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি অঞ্চল সভাপতি যদি গাদ্দারি করে তাকেও কান ধরে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা সভাপতি। শুধু দলীয় কর্মীদেরই নয় বিজেপি থেকে যত বড়ই মস্তান ক্রিমিনাল এই নাটাবাড়ি কেন্দ্রে দ্বারাক আমরা তার কবর করে দিব।