বাগডোগরা বুড়ি বালাসন এলাকায় ম্যাজিক গাড়ির পেছনে সজোরে ধাক্কা টোটোর, গুরুতর জখম টোটো চালক।
বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল চার চাকার একটি ম্যাজিক গাড়ি। একই দিকে যাচ্ছিল একটি টোটো। বাগডোগরা বুড়িবালাসনের কাছে যাত্রী নামাতে ম্যাজিক গাড়িটি দাঁড়ালে দ্রুত গতিতে থাকা টোটো ধাক্কা মারে ওই গাড়ির পেছনে। এরপর রাস্তায় উল্টে যায় টোটোটি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে আহত টোটো চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত এর পরিচয় অজয় রায়, বুড়িবালাসনে ভাড়া থাকেন তিনি।