মালদা মেডিক্যাল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্তে নামল জাতীয় মহিলা কমিশন। সোমবার মেডিক্যাল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর, মেডিক্যালের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি। গত ২১শে অগস্ট মেডিক্যালের বহির্বিভাগের সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তাঁর পুরুষ সহকর্মীর বচসা হয়।

অভিযোগ, মহিলা ইন্টার্নকে হেনস্থা করেন তাঁর সহকর্মী পুরুষ ইন্টার্ন। পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বিক্ষোভ, ঘেরাওয়ে তেতে ওঠে মেডিক্যাল কলেজ চত্বর। আসরে নামে বিজেপিও। কমিটি গঠন শুরু করেছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এবার তদন্তে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি নিগৃহীত মহিলা ইন্টার্নের সঙ্গে কথাও বলেন।