মাথাভাঙা ২নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছিটকিবাড়ি এলাকায় নয় দিনের এক নবজাতককে কোলে নিয়েই বাড়ির পাশের পুকুরে পড়ে যান এক গৃহবধূ। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়, তবে প্রাণে রক্ষা পায় মহিলাটি।জানা গেছে গতকাল গভীর রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ঘুমন্ত অবস্থায় নবজাতক সন্তানকে নিয়ে পুকুরে পড়ে যান তিনি এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র। চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। স্থানীয়দের সহায়তায় বেশকিছুক্ষণের চেষ্টায় উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। মৃতদেহ পাঠানো হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। বর্তমানে ওই গৃহবধূ স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ছিটকিবাড়ি গ্রামে। স্থানীয়দের মনে উঠছে নানা প্রশ্ন ঘুমের ঘোরে দুর্ঘটনা, না কি অন্য কোনো অজানা কারণ লুকিয়ে রয়েছে এই ঘটনার পেছনে? পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।