বিজেপির বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি। মালদার মানিকচকের ঘটনা। বন্যা মোকাবিলার কাজ ও ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে। এই নিয়ে বিজেপির বিক্ষোভ।ভয়াবহ বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি ও ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানিকচক বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ।
বিজেপির অভিযোগ ত্রাণ নিয়ে ভয়ংকর দুর্নীতি চলছে।টাকা কামানোর করিডোর বানানো হয়েছে এই ভুতনিকে।এর আগেও ভূতনীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল।

এবারও তাই করা হলো এজন্য দায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বিডিও দপ্তরে কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর বিক্ষোভ দেখানো হয়। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।
বিজেপি নেতা অজয় গাঙ্গুলি তৃনমূলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে বলেন , পরিকল্পিতভাবে ভূতনিবাসীকে ডোবানো হয়েছে৷
তৃণমূল নেতা শুভময় বসু বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার নিজ খরচে বাধ নির্মান করার চেষ্টা করছে। ভুতনীবাসীর হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।