সোমবার সকালে মাদারিহাটে বিডিও অফিসের উল্টোদিকে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বয়েজ বিউটি পার্লার এবং একটি ল্যাবরেটরিতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে ততক্ষণে দুই দোকানের অধিকাংশই আগুনে ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলোর সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।