মাথাভাঙ্গা কলেজ পরিদর্শনে এলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন।এদিন দুপুর ১২ টা নাগাদ গিরিন বাবু তার নিজস্ব গাড়ি ছাড়াই ওপর একজনের বাইকে করে এসে কলেজে ঢোকেন ।কলেজের পরিকাঠামো ও পরিবেশ ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কলেজে আসা বলে জানান মাথাভাঙ্গা কলেজ পরিচালন কমিটির সভাপতি গীরিন্দ্র নাথ বর্মন।
