মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙ্গামোড় এলাকায় শেয়ালের কামড়ে জখম হন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম অজিত বর্মন। জানা যায় এদিন ধান ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি , সেই সময় আচমকা একটি শেয়াল আক্রমণ করে তাকে ,ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শেয়াল পালিয়ে যায় ।এরপর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।
