মাঝেরডাবরি চা বাগানে খাঁচাবন্দি হলো লেপার্ড, এই নিয়ে মোট ৩ টি লেপার্ড খাঁচাবন্দী করল বনদপ্তর . বৃহস্পতিবার রাতে ফের আলিপুরদুয়ার মাঝেরডাবরি চা বাগানে খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক লেপার্ড। জানাগেছে বেশ কিছুদিন ধরে মাঝেরডাবরি চা বাগানে একাধিক লেপার্ডের দেখতে পায় বাগান কর্তৃপক্ষ। মাসখানেক আগে চা বাগানে কাজনকরতে গিয়ে দুই জন শ্রমিক আহত হয়। এরপর দিনে দুপুরে বাগানের বসতি এলাকায় লেপার্ড দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরেই চা বাগানে পথ চলতিদের জন্য সতর্কতা পোস্টার লাগায় চ বাগান কর্তৃপক্ষ। খবর পেয়ে চ বাগানে ছাগলের টোপ দিয়ে ৪ টি খাঁচা বসায় বন দপ্তর।

বাগানে বন কর্মীদিয়ে প্রহরা বসানো হয়। চা শ্রমিকদের লজের আগে পটকা ফুটিয়ে তবে বাগানে পাতা তোলার কাজ করানো হচ্ছিল। এরই মধ্যে সম্প্রতি চা বাগানে পাতা খাঁচায় ২ টি লেপার্ড ধরা পড়ে। গতকাল রাতে ফের আরো একটি লেপার্ড খাঁচা বন্দী হয়। চা বাগান থেকে পর পর তিনটি লেপার্ড ধরা পরার ঘটনায় সামান্য হলেও স্বস্তিতে বন দপ্তর ও চা শ্রমিকরা। জানাগেছে খাঁচা বন্দী লেপার্ডটিকে উদ্ধার করে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জের বন কর্মীরা। শুক্রবার উদ্ধার লেপার্ডটিকে চিকিৎসার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেবে বন দপ্তর।