মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন রুনিবাড়ি সহ বেশকিছু এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযান কর্মসূচী করল রবিবার নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি।এদিন এলাকার রাস্তার দুই ধারের বিষাক্ত পার্থেনিয়াম নিধন করেন সংস্থার সকল সদস্যরা।সংস্থার সাধারণ সম্পাদক প্রকাশ বর্মন জানান এদিন নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি করা হয়।আগামীদিনেও এলকায় নানা সামাজিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।খুব শীঘ্রই তা করার চেষ্টা করা হবে।
