নির্দিষ্ট কয়েক দফা দাবির ভিত্তিতে তুফানগঞ্জ পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি DYFI র। সোমবার এই অবস্থার বিক্ষোভ কর্মসূচি শুরু করে বামপন্থী ছাত্র সংগঠন ডিওয়াইএফআই তুফানগঞ্জ মহকুমা শাখা। মূলত তাদের দাবিগুলি হলো তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন লাইনের কাজ সম্পন্ন হলেও সঠিকভাবে ট্রেন পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। তাই অবিলম্বে তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু করতে হবে। এছাড়া শহরের কলেবর বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যাও বৃদ্ধি হচ্ছে কিন্তু সেই অর্থে বাজারে আসা বা বিভিন্ন কাজে অফিস আদালতে আসা নাগরিকদের গাড়ি রাখার জন্য কোন পার্কিং ব্যবস্থা নেই। শহুরে একটি পার্কিং জোনের ব্যবস্থা করতে হবে।

অপরদিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নেই কোন ব্লাড ব্যাংক। একাধিকবার প্রতিশ্রুতি মিলেছিল কিন্তু প্রতিশ্রুতি কোনোভাবে কাজে লাগায়নি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে রোগীর রক্তের প্রয়োজন হয় ,সেক্ষেত্রে ছুটতে হয় কোচবিহারে নতুবা আলিপুরদুয়ারে। ততক্ষণে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এছাড়া টাকা পয়সা খরচ হয় অনেক। তাই মহাকুমা হাসপাতালে একটি ব্লাড ব্যাংকের খুবই জরুরি প্রয়োজন। এছাড়াও রয়েছে তুফানগঞ্জ দুই ব্লকের বক্সিরহাটের জাল ধোয়া এলাকায় রায়ডাক নদীর উপর জাল দেওয়া সেতু। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি মিলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে ওই এলাকার বহু মানুষ অসুবিধার মধ্যে পড়ে রয়েছেন। একাধিকবার এই বিষয়ে আন্দোলন হয়েছিল , শুধু প্রতিশ্রুতি মিলেছে।এ দিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI কোচবিহার জেলা সম্পাদক ইউসুফ আলী সহ অন্যান্যরা।