পরকীয়া করতে এসে হাতে নাতে পড়লেন এক ব্যক্তি.শেষে দুজনের বিয়ে দিলেন গ্রামবাসিরা।
এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জের বসরাজবালা চাচাপাড়ার মানুষজন।
জানা যায় চাচা পাড়া এলাকার হাজরা বেগম(40)তার স্বামী মারা গিয়েছে 7বছর আগে। তিন মেয়েরও বিয়ে হয়ে গেছে. বাড়িতে তিনি একাই থাকতেন।

সেই সুযোগে মির্ধাপাড়া এলাকার এম. ডি শরীফ।বয়স 43বছর. তার সাথে পরকীয়ার জড়িয়ে পড়ে.তাদের সম্পর্ক প্রায় চার বছরের.ওই ব্যাক্তিরও স্ত্রী সন্তান রয়েছে. মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে আসতো ওই ব্যাক্তি। স্থানীয়রা একাধিকবার এই বিষয়ে সাবধান ও করে। বুধবার রাতে মহিলার ঘরে তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে গ্রামবাসিরা। এরপর উত্তমমধ্যম দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কাজী ডেকে মুসলিম ধর্ম মতে তাদের বিয়ে দেওয়া হয়।