শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া। এছাড়াও রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাজবংশী সমাজের প্রতিনিধি ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি সাংবাদিকদের জানান, বহুদিন ধরে তারা এই মূর্তি স্থাপনের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে বহু চেষ্টার পর এই গুরুত্বপূর্ণ স্থান বরাদ্দ হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এদিনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত রাজবংশী নাগরিকদের মতে, বীর চিলা রায় কেবল ইতিহাসের এক গৌরবময় চরিত্রই নন, বরং সমাজের আত্মপরিচয় ও মর্যাদার প্রতীক। এই মূর্তি স্থাপন রাজবংশী সমাজের গর্বের স্থান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তাঁদের আশা।