উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিমানবন্দরে নেমেই তিনি কেন্দ্র ও রাজ্য — উভয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন, “বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ আজ প্রশাসনের উদাসীনতার শিকার। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য — কেউই সময়মতো পদক্ষেপ নেয়নি। এখন ছবি তোলা ও রাজনৈতিক নাটক চলছে।”তিনি আরও যোগ করেন, “এই দুর্যোগে দলের কর্মীরা দিনরাত ত্রাণ পৌঁছে দিচ্ছেন। কিন্তু সরকারগুলোর কাজ কেবল দোষ চাপানো আর প্রচার করা।”কংগ্রেস সভাপতির এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে তরঙ্গ তৈরি হয়েছে। রাজ্য সরকার ও বিজেপি উভয় শিবিরই তাঁর মন্তব্যের পাল্টা জবাব দেবে বলে ইঙ্গিত মিলেছে।
