বালুরঘাটে রঘুনাথপুরে আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া ছাত্র কীর্তিমান বর্মনের দেহ বাংলাদেশের পেত্নীতলা এলাকায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ খবর পেয়ে প্রশাসন দেহ ভারতে আনার প্রক্রিয়া শুরু করে। পরে পুলিশ, বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কীর্তিমানের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত রবিবার আত্রেয়ী নদীর ঘাটে কীর্তিমানের সাইকেল উদ্ধার হয়েছিল। সাইকেলের পাশেই পড়েছিল ওই ছাত্রের স্কুল ব্যাগ ও মোবাইল ফোন। কীর্তিমান বালুরঘাট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

সে তার দুই বন্ধুর সাথে রবিবার বিকেল বেলায় নদীতে স্নান করতে নেমেছিল। স্নান করতে নেমে তলিয়ে যায় কীর্তিমান। তাকে তলিয়ে যেতে দেখে তার দুই বন্ধু সেই এলাকা থেকে চলে যায় এবং বাড়িতেও কিছু জানায় না। পরে কীর্তিমানের পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় একটি মিসিং ডাইরি করা হয়। সোমবার সারাদিন নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও তার দেহ মেলেনি। অবশেষে বাংলাদেশে তার দেহ ভেসে উঠলে স্থানীয় প্রশাসন ও পরিবারকে জানানো হয়। ওই ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মঙ্গলবার তার দেহ উদ্ধারণে স্থানীয় এলাকায় নেমে আসে শোকের ছায়া। কীর্তিমান তার পরিবারের সঙ্গে বালুরঘাটের মঙ্গলপুরে থাকতো।