গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার কবলে ফরাক্কা ব্লকের বেওয়া ১ নং পঞ্চায়েতের একাধিক গ্রাম, জলমগ্ন শতাধিক বাড়ি
গঙ্গার জল ঢুকে জলমগ্ন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ১ নং পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদী তিরবর্তী এলাকা গুলো। প্রায় ১৫০ বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। দিন কয়েক থেকে গঙ্গার বাঁধছিল বন্যার আশঙ্কা বাড়ছিল গতকাল রাত থেকে জলস্তর আরো বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলিতে। বন্যার ফলে চরম সমস্যার মধ্যে স্থানীয় বাসিন্দারা।
