ফের কোচবিহারে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম অরূপ দাস, তার বয়স ১৭বছর। এই কিশোরের বাড়ি কোচবিহার ২নং ব্লকের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগরামগুড়ি গ্রামে।
জানা গেছে শনিবার দুপুরে অরূপ তার কয়েকজন বন্ধুর সাথে বানেশ্বর বাউটি নদীতে স্নান করতে যায়।
এখানেই অরূপ জলে তলিয়ে যায়, এরপর তার বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও অরূপের হদিস না পাওয়ায় অবশেষে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে। পরবর্তীতে সিভিল ডিফেন্স এর কর্মীরা গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে এবং কিশোরকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।
