ফুলবাড়িতে ঘটে গেলো পরপর দুটি মর্মান্তিক ও ভয়াবহ পথ দুর্ঘটনা। একদিকে দুধ বোঝাই ট্যাংকারের সাথে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ অপরদিকে পেট্রোল বোঝাই ট্যাংকারে সাথে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ। এখনো পর্যন্ত একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া পরপর ২ টি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুধ বোঝাই ট্যাংকার চালকের।গুরুতর আহত হয়েছে সহকারী চালক সহ তিনজন। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি জাতীয় সড়কের আমাইদিঘী ও ব্যাটেলিয়ান মোড় এলাকায়। ভিন রাজ্য থেকে আসা গাড়ি চালকরা রাতভর গাড়ি চালানোর ফলে হঠাৎ গাড়ি চালকদের চোখে কিছুটা ঘুমের ঝোঁক লেগে যায়,

আর সেই ঘুমের ঝোঁকের ফলে ঘটে যায় বড়সড়ো দুর্ঘটনা। ঠিক একই রকম ভাবে ফুলবাড়িতে ঘটে গেল এমনই ২টি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি দুধ বোঝাই ট্যাংকার গাড়ির চালক ঘুমের ঝোঁকে গাড়ি দ্রুত গতিতে থাকায় সামনে থাকা পাথর বোঝাই টেইলারের পিছনে ধাক্কা মারে এবং সম্পূর্ণভাবে দুমড়ে মুছে যায় দূত বোঝাই ট্যাংকার গাড়িটি আর সেই গাড়িতেই আটকে ছিলেন গাড়ির চালক। এরপর সেই গাড়ি চালককে উদ্ধার করতে না করতেই আবারও খবর ফুলবাড়ির কাছেই আরেকটি দুর্ঘটনা। সেটিতেও নাকি একটি মাল বোঝাই ট্রাক ঘুমের ঝুঁকি সামনে দাড়িয়ে থাকা পেট্রোল বোঝাই ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। এরপর সেই দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকে আটকে ছিলেন ট্রাক চালক দমকল কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে কেটে চালককে উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ি পার্শ্ববর্তী এলাকার একটি হসপিটালে পাঠানো হয়।
তবে ফুলবাড়ীতে একই রাতে পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ায় এবং একজন গাড়ি চালকের মৃত্যু হয় শোকের ছায়া নেমে আসে ফুলবাড়িতে গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।