বর্ষায় ডুয়ার্সে আসুন ডুয়ার্স দেখুন ডুয়ার্সকে চিনুন এই বার্তা নিয়েই ফালাকাটা শুরু হলো তিন দিনব্যাপী দ্বিতীয় বর্ষ ডুয়ার্স মনসুন ফেস্টিভ্যাল l ফালাকাটার টাউন ক্লাব ময়দানে মনসুন ফেস্টিভ্যালের সূচনা করেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা উপস্থিত ছিলেন ভুটান এবং নেপালের প্রতিনিধিগণ l তিন দিনব্যাপী এই উৎসবে রয়েছে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় , ১০ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার রান, পাঁচ কিলোমিটার হাটা, অংকন ও নৌকা বাইচ প্রতিযোগিতা l বর্ষার সময় ডুয়ার্সের পর্যটন আরো আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা l
