রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে আলিপুরদুয়ার DPSC তে স্মারকলিপি চাকুরি প্রার্থীদের।
শুক্রবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে ২০২২ টেট পাশ বঞ্চিত চাকুরী প্রার্থীরা।

মিছিলটি এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে গিয়ে শেষ হয়। মূলত রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ এবং সেই নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এদিন এই বিক্ষোভ আয়োজিত হয়। বিক্ষোভ চলাকালীন তাদের বিভিন্ন দাবি সমুহ একটি শাকলিপি আকারে চেয়ারম্যান পরিতোষ বর্মণের কাছে জমা দেন বঞ্চিত চাকুরী প্রার্থীরা।