প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কোচবিহার জেলা। নদীতে কাঠ ধরতে গিয়ে নিখোঁজ ৩জন। এদের মধ্যে মাথাভাঙ্গা ১নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ২জন এবং মাথাভাঙ্গা ২নং ব্লকের শিলবাড়িঘাট এলাকার একজন।
প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদী দিয়ে ভেসে আসছে বিভিন্ন গাছের গুঁড়ি এবং কাঠের লগ। জানা যায়, কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মানসাই নদীতে এই কাঠ সংগ্রহ করতে নামেন ৪জন। এদের মধ্যে দুজন নদী থেকে উঠে আসতে সমর্থ হলেও আরও দুজনের খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে মাথাভাঙ্গা দুই নং ব্লকের শিলডাঙ্গা এলাকায় একই ভাবে কাঠ ধরতে তোর্ষা নদীতে নামেন ৩জন।

এদের মধ্যে দুজন নদী থেকে উঠতে পারলেও একজন ভেসে যান নদীর প্রবল স্রোতে। এই ঘটনার উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে।
শিলবাড়ি ঘাটের বাসিন্দা রফিকুল মিঞা। তার দুজন সঙ্গীরবসাথে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ তোর্ষা নদীতে নামে এই কাঠ সংগ্রহ করতে। তার দুজন সঙ্গী নদী থেকে উঠতে সমর্থ হলেও নদীর স্রোতের মাঝে পড়ে যান তিনি এবং কাঠের গুঁড়ি ধরে বাঁচবার চেষ্টা করেন। এরপর তার কোন খোঁজ মেলেনি। তাকে খোঁজ করতে কোচবিহার শহরে তোর্ষা নদীর ফাঁসির ঘাট এলাকায় এদিন চলে আসেন তার ভাই। কিন্তু খোঁজ মেলেনি তার।
★পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে এদিন জানান তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।