প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় সফরকে কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। শনিবার শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, “অন্য রাজ্যে বাংলাভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র। অথচ বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলছেন প্রধানমন্ত্রী।

উনি একজন পরিযায়ী নেতা।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েই বলছি, এসব বাংলায় হবে না।”
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে কেন্দ্র-রাজ্যের সংঘাত আরও তীব্র হচ্ছে। বাংলার আর্থিক বঞ্চনার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ শানাচ্ছে, আর এই ইস্যুকেই সামনে রেখে জনসংযোগে নামছে শাসক দল।