দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের রাজাপুর এলাকায় পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার অভিযোগে মঙ্গলবার চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে পথ অবরোধে নামেন তারা।
ফতেপুর-উষাহরণ রাজ্য সড়কের উপর প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা।
বিক্ষোভকারীদের অন্যতম আলপনা সরকার জানান, “পোল্ট্রি ফার্ম থেকে রোজ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশু থেকে বৃদ্ধ— সকলে শ্বাসকষ্ট ও নানা অসুস্থতায় ভুগছেন।

অবিলম্বে এটি বন্ধ না করলে পরিস্থিতি আরও জটিল হবে।”
আরেক বিক্ষোভকারী দিবেস সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার ব্লক প্রশাসন ও থানায় জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি। এবার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব।”
অবশেষে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এবং ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।