বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১১ই আগস্ট পাকিস্তানি হানাদারদের ছোড়া গুলি ও বোমাবর্ষণে নিহত শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো হলো খালপাড়া বিওপি এলাকায়.
সোমবার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়া বিওপি সংলগ্ন এলাকায় অবস্থিত নিহত তিন বীর শহীদ জওয়ানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিএসএফের ১৩০ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট সুশীল ধোয়াজ নেগি, ডাঙ্গাপাড়া ও খালপাড়া বিওপির অফিস ইডিং কোম্পানি কমান্ডার আকাশ দে, হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা, হলদিবাড়ি থানার আইসি ক্যাশপ রাই, হলদিবাড়ি ব্রহ্মাকুমারী সেন্টারের সদস্য সহ অন্যান্য বিএসএফ এর কোম্পানি কমান্ডার, বিএসএফের অন্যান্য আধিকারিক ও এলাকাবাসীরা।

প্রসঙ্গত,বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ১৯৭১ সালে ১১ অগাস্ট হলদিবাড়ি ব্লকের খালপাড়া বিওপিতে গুলি ও বোমা বর্ষণ করে পাকিস্তানি হানাদাররা। ঘটনায় শহীদ হন বিএসএফের তিন ভারতীয় জওয়ান।বিএসএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়েনের হেড কনস্টেবল অনিলকুমার সরকার,মোহিনীমোহন রায় একটি বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায়। অন্য সৈনিক মানবাহাদুর রায়কে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ব্যারাকে সরিয়ে নেওয়া হয়। সেই ব্যারাকে বিছানায় তিনি মৃত্য বরণ করেন। বোমা ও গুলি বর্ষণে স্থানীয় এক নববধূ চরণদাসী মন্ডল আহত হন। তার দেহেও গুলি লাগে। এদিন সেই বৃদ্ধাও শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। সেইসঙ্গে নিহত বিএসএফ জওয়ানদের স্মৃতিস্তম্ভ বানাতে ওই এলাকার বাসিন্দা প্রেমানন্দ মন্ডল পাঁচ কাঠা জমি বিএসএফ জওয়ানদের দান করে এদিন তিনিও শহীদদের শ্রদ্ধা জানান।