নির্দ্বিধায় গ্রামাঞ্চলের টোটোর কোচবিহার শহরে চলাচলের দাবিকে সামনে রেখে কোচবিহার জেলাশাসক দপ্তরের ডেপুটেশন দিলেন টোটো চালক ইউনিয়ন।
শুক্রবার কোচবিহার শহরে একটি মিছিল করে টোটো চালক ইউনিয়ন, এই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলাশাসক দপ্তরে সমবেত হয় এবং তারপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করার পর তারা জেলা শাসক দপ্তরের ডেপুটেশন দিতে যান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান কয়েকদিন ধরে তারা শুনতে পাচ্ছেন যে গ্রামাঞ্চলের টোটো গুলি শহরে ঢোকা যাবে না এবং শহরের টোটোগুলি গ্রামে ঢোকা যাবে না, এইরকম নিয়ম যাতে না করা হয়, সেই দাবিতেই এদিন তাদের জেলা শাসক দপ্তরে ডেপুটেশন বলে জানান তারা।
এ বিষয়ে তারা আরো জানান আজকে আমরা কোচবিহারের ভূমিপুত্র এখানে যদি আমরা চালাতে না পারি তাহলে আমরা কোথায় যাব অন্য রাজ্যে ? যাতে করে আমরা কোচবিহারে টোটো চালাতে পারি এবং কোচবিহারে থাকতে পারি এবং আমাদের ভিন রাজ্যে যেতে না হয় সেই দাবিতেই এদিন তারা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিলেন।
