নিয়ম না মেনে উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ের শেষে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা দিনহাটায়। বুধবার সকালে দিনহাটা শহরের দুই নং ওয়ার্ডে বাবু পাড়া এলাকায় উৎকর্ষ বাংলার ওই ট্রেনিং ক্যাম্পে উত্তেজনা ছড়ায়। ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণরত বেশ কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া সত্ত্বেও পরীক্ষার তালিকায় তাদের নাম আসেনি। অথচ যারা ট্রেনিং নেয়নি তাদের নাম পরীক্ষার তালিকায় এসেছে। আর সেই মতো এদিন সেখানে পরীক্ষা চলছিল বলে অভিযোগ তোলেন বেশ কয়েকজন মহিলা। তাদের অভিযোগ নিয়ম না মেনে এই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

এরপরে মহিলারা পরীক্ষা চলাকালীন বাধা দেয় বলে অভিযোগ। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় সেখানে। জানা গেছে, মহিলাদের স্বনির্ভর করে তোলবার লক্ষ্যের সেখানে ধূপকাঠি তৈরীর ট্রেনিং দেওয়া হয়। রাজ্য সরকারের অনুমোদনে ট্যাংরা বীণাপাণি সেবাপথ ওই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল বলে জানা গেছে। ওই সংস্থার সম্পাদক শুভেন্দু ভট্টাচার্য বলেন, যারা একদমই ক্লাস করেনি তারা পরীক্ষা চলাকালীন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে তিনি জানান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়