নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যমগ্রাম যশোর রোডের পাশে চায়ের দোকানে ঢুকে গেল সবজির গাড়ি ভাঙলো বিদ্যুতের পোস্ট । বেশ কয়েকজন গুরুতর আহত। যশোর রোডের মধ্যমগ্রামে সবজি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল আহত বেশ কয়েকজন ভাঙল বিদ্যুতের পোস্ট বারবার একই জায়গায় দুর্ঘটনা উঠছে প্রশ্ন।

এই একই জায়গায় একুশে জুলাই ভোরে বাইক ও মাছ বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক আরোহীর। তারপর ফের একই জায়গাতেই চায়ের দোকানে ঢুকলো গাড়ি আহত বেশ কয়েকজন আহতোদের মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই গাড়ি চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ