নাগরাকাটায় বিজেপি বিধায়ক, সাংসদের উপর হামলার ঘটনায় তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় ডেপুটেশন দিল বিজেপি।
এদিনের কর্মসূচি নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চঞ্চল সরকার। তিনি বলেন,
যেভাবে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা, তারই প্রতিবাদে ময়নাগুড়ি থানায় ডেপুটেশন ও বিক্ষোভ।
তিনি আরও বলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, সেই সঙ্গে তাদের শনাক্ত করতে পারেনি, এই ঘটনার জন্য ধিক্কার জানাই।

গতকাল নাগরা কাটায় শঙ্কর ঘোষ, এবং খগেন মুর্মু বিধায়ক এবং সাংসদ তারা দুজনে ই গিয়েছিল বন্যা কবলিত এলাকায় মানুষজনদের সঙ্গে কথা বলতে এবং তাদের অভাব অভিযোগ শুনতে। কিন্তু হঠাৎ ওই তাদের উপরে আক্রমণ শুরু হয়। এই আক্রমণে গুরুতর আহত হয় খগেন মুর্ম, সেই সঙ্গে শারীরিক নিগৃহীত করা হয় শংকর ঘোষ কে। প্রতিবাদে রাজ্যের সব জায়গার সঙ্গে বিজেপির পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় আইসি সুবল ঘোষের হাতে ডেপুটেশন তুলে দিলেন বিজেপি কর্মীরা। সেইসঙ্গে তারা সেদিন থানার সামনে বিক্ষোভ দেখান।
বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি চঞ্চল সরকার বলেন, ২০২৬ সালে নির্বাচনে জিতে তৃণমূলকে বিদায় দেবেন। সেই সঙ্গে যে সমস্ত দুষ্কৃতিকারীরা বিজেপির উপরে হামলা চালিয়েছে তাদেরকে নির্বাচনে জিতে তাদেরকে করা ঘন্টায় বুঝে নিবো বলে হুঁশিয়ারি দিলেন চঞ্চলবাবু। কি সঙ্গে তিনি বর্তমান পুলিশ মন্ত্রীর পদত্যাগ চান।