বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দুটি প্রতীক্ষালয় এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্ল্যান্ট পেল ধূপগুড়ি মহকুমা হাসপাতাল।রোগী এবং রোগীদের পরিবার পরিজনদের জন্য বিধায়ক তহবিল থেকে দুটি প্রতীক্ষালয় এবং সৌর বিদ্যুৎ পরিচালিত পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্টের কাজের শিলান্যাস করলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়।বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে দুটি কাজের শিলান্যাস করা হল।এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,বিএমওএইচ ডা:অঙ্কুর চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

জানা গিয়েছে, প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের কাজ হবে।প্রতিনিয়ত প্রচুর মানুষ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে।রোদ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে বহির্বিভাগে পরিষেবা নিতে হয় রোগী ও রোগীর পরিবার পরিজনদের। তবে এবার বহির্বিভাগের সামনে দুটি প্রতীক্ষালয় তৈরি হলে রোগীদের যথেষ্টই সুবিধা হবে। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন,দীর্ঘদিন সমস্যা ছিল রোগী এবং রোগী পরিবারকে পরিষেবা দিতে বিধায়ক তহবিল থেকে কাজ করার সিদ্ধান্ত নেই। খুব দ্রুত এই কাজটি সম্পূর্ণ করা হবে।